Ajker Patrika

ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশের এসআই

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২১: ৩৭
ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশের এসআই

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় আলমগীর নামের একজন পুলিশের উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আজ শুক্রবার সকালে ঝালকাঠি শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, এসআই আলমগীর উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলায়। 

মামলার বরাত দিয়ে ওসি বলেন, গৃহবধূ তাঁর দুই সন্তান নিয়ে দক্ষিণ চেঁচরী গ্রামে বসবাস করেন। তাঁর স্বামী ব্যবসার সুবাদে চট্টগ্রামে থাকেন। গৃহবধূর এক বোনের বাড়ি তারাবুনিয়া গ্রামে। সেখানে আসা-যাওয়ার সুবাদে এসআই আলমগীরের সঙ্গে গৃহবধূর পরিচয় হয়। 

ওসি বলেন, মামলার অভিযোগে বলা হয় গত ৩ এপ্রিল রাতে বাদীর বাড়িতে গিয়ে এসআই আলমগীর তাঁকে মারধর করেন এবং পরে ধর্ষণ করেন। নারী অভিযোগ করেন, ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষায় তিনি তাকে আঘাত করেও রক্ষা পাননি। 

ওসি মুরাদ আলী বলেন, ঘটনার পর থেকে এসআই আত্মগোপনে ছিলেন। আসামিকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে পাঠানো হয়েছে। বাদীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত