Ajker Patrika

সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না খুলনায়

প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৪: ১১
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না খুলনায়

খুলনা: লকডাউনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন খুলনার ব্যবসায়ীরা। প্রতিটি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, লকডাউনের কারণে গ্যাস পরিবহনে খরচ বেশি হওয়ায় দাম বেশি পড়ছে।

নগরীর করিম নগর এলাকার হাবিবা সুলতানা বলেন, লকডাউনের অজুহাতে সবকিছুর দাম এভাবে বৃদ্ধি করলে আমরা যাবো কোথায়? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করেছেন ৯৭৫ টাকা। কিন্তু আজ ৯৯০ টাকা দিয়ে সিলিন্ডার কিনলাম। মূল্য নির্ধারণ করা থাকলেও দোকানদার লকডাউনের দোহাই দিয়ে দাম বেশি রাখছেন।

ইকবালনগর এলাকার অধিবাসী সানজিদা পারভীন বলেন, কে মানে কার কথা, দাম নির্ধারিত করা থাকলেও বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বাসা পর্যন্ত নিতে আরও খরচ বেশি দিতে হয়। রান্নার মাঝে গ্যাস শেষ হলে বিপদে পড়তে হবে তাই বেশি দাম দিয়েই নিতে হলো।

এলপি গ্যাস সিলিন্ডার বিক্রেতা মেহেদী ট্রেডার্সের মালিকের কাছে দাম বেশি রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘লকডাউনের জন্য কাস্টমার কম, বেচাকেনাও তেমন নাই। এজন্য দুই পাঁচ টাকা বলে কয়ে বেশি রাখছি আরকি’।

সরেজমিনে কয়েকটি দোকানে ঘুরে দেখা যায়, কোন দোকানে বিইআরসি’র নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি করছে। আবার কোন কোন দোকানে ৯৮০ টাকা ও ১ হাজার টাকায় সিলিন্ডার দিচ্ছে।

খুলনা গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তবারক হোসের তপু বলেন, কিছু ব্যবসায়ী দাম বেশী নিলেও অধিকাংশ ব্যবসায়ী নির্ধারিত দামে গ্যাস বিক্রি করছে।  সমিতির পক্ষ থেকে সকল সদস্যকে নির্ধারিত দামে গ্যাস বিক্রির অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এতোদিন পর্যন্ত বেসরকারি খাতের এলপিজি’র দাম নির্ধারণ করতো কোম্পানিগুলো নিজেরাই। তবে ১২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়্যারম্যান মো: আবদুল জলিল সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন। নির্ধারিত মূল্যের বেশি দামে কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত