নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পর্যটনকে সেবা শিল্প ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। সম্প্রতি পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও পর্যটন খাতের উদ্যোক্তাদের নিয়ে একাধিকবার বৈঠকের পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, `পর্যটন সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে আলাপ আলোচনা হয়েছে। তথ্য বিভ্রান্তির কারণে দীর্ঘ দিন বিষয়টি ঝুলে ছিল। এখন পর্যটনকে সেবা শিল্প করার বিষয়ে শিগগিরই ঘোষণা আসবে।'
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা না করাই করোনার সংকটে অন্য শিল্প উদ্যোক্তারা প্রণোদনাসহ নানা সরকারি পৃষ্ঠপোষকতা পেলেও পর্যটন খাতের ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর পর্যটন খাতকে আমলে নেয়নি। ২০০৬ সালের শ্রম আইনেও পর্যটন শ্রমিকের নাম নেই।
বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর আজকের পত্রিকাকে বলেন, `আমাদের দেশে বিউটি পার্লারকেও শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়নি। তবে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। পর্যটন খাতকে সবাই শিল্প হিসেবে জানতো। ১৯৯৯ সালে যে শিল্প নীতি করা হয়েছে সেখানে অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে পর্যটনকে শিল্প খাত হিসেবে গেজেট প্রকাশ করেনি। এখন পর্যটন শিল্প হিসেবে ঘোষণা হলে, এই খাতের উদ্যোক্তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন সুফল পাবে।'
পর্যটন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১২ টি উপ–খাতকে তালিকাভুক্ত করে পর্যটন সেবা শিল্পের ঘোষণা আসতে পারে। খাতগুলো হচ্ছে পর্যটন যানবাহন, খাদ্য ও পানীয়, পর্যটন আবাসন, পর্যটন আকর্ষণ ও বিনোদন, পর্যটন কার্যক্রম, মধ্যস্থতাকারী ট্রাভেল এজেন্ট, পর্যটন শিক্ষা, পর্যটন মিডিয়া ও প্রকাশনা, পর্যটন প্রযুক্তি, পর্যটন ইভেন্ট, পর্যটন মার্কেটপ্লেস, পর্যটনের বিবিধ কর্মকাণ্ড।
পর্যটনকে সেবা শিল্প ঘোষণার বিষয়ে সম্মিলিত পর্যটন জোটের প্রতিনিধি হিসেবে সরকারের সঙ্গে কাজ করছেন বাংলাদেশ পর্যটন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোখলেছুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, `ঈদের দুই দিন আগে পর্যটনকে সেবা শিল্প হিসেবে ঘোষণা করার অফিশিয়ালি সিদ্ধান্ত হয়েছে। ১৮ মে সম্মিলিত পর্যটন জোটের পক্ষে পর্যটন সংশ্লিষ্ট ১২ খাতের তালিকা জমা দিয়েছি। পর্যটনকে শিল্প ঘোষণার মাধ্যমে করপোরেট ট্যুরিজম লাভবান হবে। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড কাছে অন্যান্য ঘোষিত শিল্পের ন্যায় পর্যটনকে শিল্পও মর্যাদা পাবে। এ বিষয়ে আগামী সপ্তাহে শিল্প মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে পারে।'
ঢাকা: পর্যটনকে সেবা শিল্প ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। সম্প্রতি পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও পর্যটন খাতের উদ্যোক্তাদের নিয়ে একাধিকবার বৈঠকের পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, `পর্যটন সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে আলাপ আলোচনা হয়েছে। তথ্য বিভ্রান্তির কারণে দীর্ঘ দিন বিষয়টি ঝুলে ছিল। এখন পর্যটনকে সেবা শিল্প করার বিষয়ে শিগগিরই ঘোষণা আসবে।'
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা না করাই করোনার সংকটে অন্য শিল্প উদ্যোক্তারা প্রণোদনাসহ নানা সরকারি পৃষ্ঠপোষকতা পেলেও পর্যটন খাতের ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর পর্যটন খাতকে আমলে নেয়নি। ২০০৬ সালের শ্রম আইনেও পর্যটন শ্রমিকের নাম নেই।
বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর আজকের পত্রিকাকে বলেন, `আমাদের দেশে বিউটি পার্লারকেও শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়নি। তবে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। পর্যটন খাতকে সবাই শিল্প হিসেবে জানতো। ১৯৯৯ সালে যে শিল্প নীতি করা হয়েছে সেখানে অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে পর্যটনকে শিল্প খাত হিসেবে গেজেট প্রকাশ করেনি। এখন পর্যটন শিল্প হিসেবে ঘোষণা হলে, এই খাতের উদ্যোক্তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন সুফল পাবে।'
পর্যটন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১২ টি উপ–খাতকে তালিকাভুক্ত করে পর্যটন সেবা শিল্পের ঘোষণা আসতে পারে। খাতগুলো হচ্ছে পর্যটন যানবাহন, খাদ্য ও পানীয়, পর্যটন আবাসন, পর্যটন আকর্ষণ ও বিনোদন, পর্যটন কার্যক্রম, মধ্যস্থতাকারী ট্রাভেল এজেন্ট, পর্যটন শিক্ষা, পর্যটন মিডিয়া ও প্রকাশনা, পর্যটন প্রযুক্তি, পর্যটন ইভেন্ট, পর্যটন মার্কেটপ্লেস, পর্যটনের বিবিধ কর্মকাণ্ড।
পর্যটনকে সেবা শিল্প ঘোষণার বিষয়ে সম্মিলিত পর্যটন জোটের প্রতিনিধি হিসেবে সরকারের সঙ্গে কাজ করছেন বাংলাদেশ পর্যটন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোখলেছুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, `ঈদের দুই দিন আগে পর্যটনকে সেবা শিল্প হিসেবে ঘোষণা করার অফিশিয়ালি সিদ্ধান্ত হয়েছে। ১৮ মে সম্মিলিত পর্যটন জোটের পক্ষে পর্যটন সংশ্লিষ্ট ১২ খাতের তালিকা জমা দিয়েছি। পর্যটনকে শিল্প ঘোষণার মাধ্যমে করপোরেট ট্যুরিজম লাভবান হবে। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড কাছে অন্যান্য ঘোষিত শিল্পের ন্যায় পর্যটনকে শিল্পও মর্যাদা পাবে। এ বিষয়ে আগামী সপ্তাহে শিল্প মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে পারে।'
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৪ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৪ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৬ ঘণ্টা আগে