Ajker Patrika

কুয়েতে পাপুলের সাজা বেড়ে ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
কুয়েতে পাপুলের সাজা বেড়ে ৭ বছরের কারাদণ্ড

ঢাকা: বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের সাজা বেড়েছে। তাঁকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আপিল আদালত। কাজী শহিদুল ইসলাম পাপুলের সঙ্গে দেশটির ওয়ার্কফোর্স বিভাগের পরিচালক সালাহ খোরশিদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মাজেন আল জারাহকেও একই মেয়াদের সাজা দেয়া হয়েছে।

দেশটির গণমাধ্যম আল কাবাসের খবর অনুযায়ী, কুয়েতের বর্তমান সংসদ সদস্য সাদোউন হাম্মাদির বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত হয়নি। বাকিদের অপরাধ প্রমাণিত হওয়ার পর এ রায় দিয়েছে দেশটির আদালত। এখন কাজী শহিদুল ইসলাম পাপুলের সামনে আদালতের কাছে আবেদন করে মামলার নথি আবারো নিরীক্ষা করার পথ রয়েছে। আর এটি দেশটির আদালতের সর্বশেষ ধাপ। এরপরও যদি এ রায় বহাল থাকে তাহলে সাজা ভোগ করতে হবে কাজী শহিদুল ইসলাম পাপুলকে।

এর আগে পাপুলের চার বছরের কারাদণ্ড হয়েছিল। সেই সঙ্গে দেওয়া হয়েছিল ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড। কুয়েতে শহিদ ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়। অর্থ পাচার এবং মানব পাচার ও ঘুষ লেনদেনের মামলায় পাপুলের এ সাজা হয়েছে। ২০২০ সালের জুন মাসের শুরুতে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটক করেন কাজী শহিদুল ইসলাম পাপুলকে। লক্ষ্মীপুর-২ আসন থেকে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন কাজী শহিদুল ইসলাম পাপুল। কুয়েতে আদালতে সাজা দেওয়ার পর সংসদ সদস্য পদ চলে যায় তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত