Ajker Patrika

ভালো আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
ভালো আছেন খালেদা জিয়া

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। এই মুহূর্তে বাসাতেই তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন তাকে দেখতে যান।

ডা. আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল রয়েছে। তিনি ভালো আছেন। আমরা আশা করছি খুব শিগগিরই তিনি করোনামুক্ত হবেন’।

তিনি বলেন, ম্যাডামের কোনও করোনা উপসর্গ নেই। এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা তাতে বাসায় রেখেই চিকিৎসা সম্ভব।

পরীক্ষার জন্য খালেদা জিয়ার রক্ত নেওয়া হয়েছে জানিয়ে ডা. মামুন বলেন, তার রক্তের বায়োকেমিক্যাল টেস্ট হয়েছে। তবে এখনও টেস্টের ফল পাওয়া যায়নি।

এদিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আরও ৯ জন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন খালেদা জিয়ার বাসায় দায়িত্বরত নার্স রূপা আক্তার, গৃহকর্মী ফাতেমা বেগম ও স্টাফ আবুল খায়ের, আলমগীর, চান্দু, লালু, বাবুর্চি রতন, ড্রাইভার জালাল ও রহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত