সূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে। তাই বামিহালের ভাবনায়, ভাষায় ও প্রকাশে বুদ্ধিভিত্তিক জীবনমুখী বৈচিত্র্য শিল্প মাধুর্যে তৎপর।
২০২২ খ্রিষ্টাব্দে বামিহাল যুগ বর্ষ উদ্যাপন উপলক্ষে ‘বামিহাল সাহিত্য পুরস্কার’ প্রবর্তন ও প্রদান করা হয়। উদ্দেশ্য সত্যিকার সাহিত্যসাধককে সম্মান জানানো। শিল্প-সাধনা ও গৌরবের এই সময়ে এসে গতবারের ন্যায় বামিহাল এবারেও বামিহাল সাহিত্য উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উদ্যাপন অব্যাহত রাখতে বাংলা শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য দুই বিভাগে ৫ ক্যাটাগরিতে ৭ জন সাহিত্যিকের নামে ‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করে।
‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রাপ্তরা হলেন কবিতায় খলিল মজিদ, ছোটকাগজ সম্পাদনায় দূরের সাইকেল সম্পাদক হোসেন দেলওয়ার, শিশু সাহিতে শেলী সেনগুপ্তা, গবেষণা-প্রবন্ধে মিজান রহমান ও কথাসাহিত্যে মনি হায়দার। এ ছাড়া প্রতিশ্রুতিশীল দুই তরুণ সাহিত্যিককে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কারে জন্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন কবিতায় রকিব লিখন এবং কথাসাহিত্যে সাগরিকা নাসরিন।
বামিহাল সম্পাদক রনি বর্মণ জানান, আগামী ২৭ ডিসেম্বর দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসবের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজন করা হবে বগুড়ার শেরপুর থানাধীন বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
সূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে। তাই বামিহালের ভাবনায়, ভাষায় ও প্রকাশে বুদ্ধিভিত্তিক জীবনমুখী বৈচিত্র্য শিল্প মাধুর্যে তৎপর।
২০২২ খ্রিষ্টাব্দে বামিহাল যুগ বর্ষ উদ্যাপন উপলক্ষে ‘বামিহাল সাহিত্য পুরস্কার’ প্রবর্তন ও প্রদান করা হয়। উদ্দেশ্য সত্যিকার সাহিত্যসাধককে সম্মান জানানো। শিল্প-সাধনা ও গৌরবের এই সময়ে এসে গতবারের ন্যায় বামিহাল এবারেও বামিহাল সাহিত্য উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উদ্যাপন অব্যাহত রাখতে বাংলা শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য দুই বিভাগে ৫ ক্যাটাগরিতে ৭ জন সাহিত্যিকের নামে ‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করে।
‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রাপ্তরা হলেন কবিতায় খলিল মজিদ, ছোটকাগজ সম্পাদনায় দূরের সাইকেল সম্পাদক হোসেন দেলওয়ার, শিশু সাহিতে শেলী সেনগুপ্তা, গবেষণা-প্রবন্ধে মিজান রহমান ও কথাসাহিত্যে মনি হায়দার। এ ছাড়া প্রতিশ্রুতিশীল দুই তরুণ সাহিত্যিককে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কারে জন্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন কবিতায় রকিব লিখন এবং কথাসাহিত্যে সাগরিকা নাসরিন।
বামিহাল সম্পাদক রনি বর্মণ জানান, আগামী ২৭ ডিসেম্বর দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসবের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজন করা হবে বগুড়ার শেরপুর থানাধীন বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
জার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
৩ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
৫ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
১৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৬ দিন আগে