Ajker Patrika

‘বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা’ হবে অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা’ হবে অক্টোবরে

বাংলাদেশ ও ভারতের প্রকাশকদের উদ্যোগে পর্যায়ক্রমে উভয় দেশে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা’। এক বছর ঢাকায়, পরবর্তী বছর কলকাতায়, এইভাবে এই আয়োজন চলবে। এই উদ্যোগের অংশ হিসেবে আট দিনব্যাপী প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হবে ঢাকায়, আগামী ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। 

আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, কলকাতার কর্মকর্তাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। 

দুই দেশের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রকাশকেরা এই উদ্যোগ নিয়েছেন। 

ঢাকায় আয়োজিত উৎসবে বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের খ্যাতিমান শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরাও উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন। একইভাবে কলকাতায় আয়োজিত উৎসবেও উভয় দেশের খ্যাতিমান শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন। উৎসব ও মেলার অংশ হিসেবে বিষয়ভিত্তিক সেমিনার, লেখক-পাঠক মতবিনিময়সহ নানা ধরনের আয়োজন থাকবে। 

সভায় সভাপতিত্ব করেন সমিতি আন্তর্জাতিক বইমেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, কলকাতার সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপদেষ্টা ওসমান গনি, সভাপতি আরিফ হোসেন ছোটন, তারিক সুজাত, মেজবাহ উদ্দিন আহমেদ ও আলমগীর শিকদার লোটনসহ অন্য কর্মকর্তারা সভায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত