অনলাইন ডেস্ক
জুলাই গণ–অভ্যুত্থানের গণ–আন্দোলনের পরিবর্তনশীল উত্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে বিজয় দিবসে।
এই প্রদর্শনীটি একটি নন–লিনিয়ার, রাইজোম্যাটিক যাত্রার মাধ্যমে শারীরিক অভিজ্ঞতার উন্মোচন ঘটাবে, যা পূর্ববর্তী শাসনব্যবস্থার অধীনে সৃষ্টি হওয়া পরিবেশ এবং জনগণের সংগ্রামের বিষয়গুলো বিশ্লেষণ করবে।
ফটোগ্রাফির মাধ্যমে প্রতিক্রিয়া পরিবর্তন, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং ৫ আগস্ট, ফ্যাসিবাদী নেতার পতনের দিনটি বিশেষভাবে আলোকিত হবে, যেখানে জনগণ একত্রিত হয়ে তাদের মুক্তচিন্তার অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছিল।
প্রদর্শনীটি সহিংসতার ফলে সৃষ্ট স্থায়ী মানসিক ক্ষত এবং একটি নতুন নাগরিক কল্পনা তৈরি করার প্রচেষ্টাকে তুলে ধরবে, যা সমতা, ন্যায়বিচার এবং মানবিক সার্বভৌমত্বে ভিত্তি করে একটি ভবিষ্যতের চিত্র আঁকবে।
প্রদর্শনীটি ১৪ পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত কাউন্টার ফটো গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধন হবে ১৬ ডিসেম্বর দুপুর ১২টায়। প্রদর্শনীর সময়সীমা— দুপুর ১২টা থেকে রাত ৮টা।
এই প্রদর্শনীর কিউরেটর থাকছেন— ফয়সাল জামান, শিল্প গবেষক। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নাসের বিন খালেদ (নিটল), শাকিফুল ইসলাম, সৈয়দ সামিউল ইসলাম বিশাল, নওরিন আনসারি, নাজমুল হক সাগর, সুদীপ্ত পল, তামান্না মেহরুন, খাজা মঈনউদ্দিন এবং সৈয়দ মেহেদী হাসান।
জুলাই গণ–অভ্যুত্থানের গণ–আন্দোলনের পরিবর্তনশীল উত্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে বিজয় দিবসে।
এই প্রদর্শনীটি একটি নন–লিনিয়ার, রাইজোম্যাটিক যাত্রার মাধ্যমে শারীরিক অভিজ্ঞতার উন্মোচন ঘটাবে, যা পূর্ববর্তী শাসনব্যবস্থার অধীনে সৃষ্টি হওয়া পরিবেশ এবং জনগণের সংগ্রামের বিষয়গুলো বিশ্লেষণ করবে।
ফটোগ্রাফির মাধ্যমে প্রতিক্রিয়া পরিবর্তন, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং ৫ আগস্ট, ফ্যাসিবাদী নেতার পতনের দিনটি বিশেষভাবে আলোকিত হবে, যেখানে জনগণ একত্রিত হয়ে তাদের মুক্তচিন্তার অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছিল।
প্রদর্শনীটি সহিংসতার ফলে সৃষ্ট স্থায়ী মানসিক ক্ষত এবং একটি নতুন নাগরিক কল্পনা তৈরি করার প্রচেষ্টাকে তুলে ধরবে, যা সমতা, ন্যায়বিচার এবং মানবিক সার্বভৌমত্বে ভিত্তি করে একটি ভবিষ্যতের চিত্র আঁকবে।
প্রদর্শনীটি ১৪ পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত কাউন্টার ফটো গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধন হবে ১৬ ডিসেম্বর দুপুর ১২টায়। প্রদর্শনীর সময়সীমা— দুপুর ১২টা থেকে রাত ৮টা।
এই প্রদর্শনীর কিউরেটর থাকছেন— ফয়সাল জামান, শিল্প গবেষক। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নাসের বিন খালেদ (নিটল), শাকিফুল ইসলাম, সৈয়দ সামিউল ইসলাম বিশাল, নওরিন আনসারি, নাজমুল হক সাগর, সুদীপ্ত পল, তামান্না মেহরুন, খাজা মঈনউদ্দিন এবং সৈয়দ মেহেদী হাসান।
জার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
৩ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
৫ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
১৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৬ দিন আগে