বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ই ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসবের মধ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন, চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় স্থাপনা ও পারফরম্যান্স ‘১৯৭১-২০২৪: আমাকে লুকিয়ে ফেল চোখের পাতায়’, প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ‘মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’ এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় নাট্যকার ‘মুনীর চৌধুরীর স্মরণে সেমিনার’ আয়োজন করা হয়।
গত শনিবার সকাল সাড়ে ৮টায় একাডেমির পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় একাডেমির পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জুলাই অভ্যুত্থানের পর উদ্ভূত বাস্তবতায় ১৯৭১ সালের শহীদদের স্মরণে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও পার্শ্ববর্তী এলাকায় দিনব্যাপী স্থাপনা ও পারফরম্যান্স আর্টের উপস্থাপন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে 8 জন শিল্পী অংশগ্রহণের মধ্যে দিয়ে ‘১৯৭১-২০২৪: আমাকে লুকিয়ে ফেল চোখের পাতায়’ শিরোনামের এই অনুষ্ঠানে একজন একক শিল্পীর স্থাপনাসহ নিজ নিজ পারফরম্যান্স বা লীলানাট্য উপস্থাপন করেন। কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন আবু নাসের রবি। স্থাপনায় অংশগ্রহণ করেন রাজিব দত্ত ও মাশরুক আহমেদ এবং পারফরম্যান্সে অংশগ্রহণ করেন সুমনা আক্তার, পলাশ ভট্টাচার্য, আফসানা শারমিন, হেলাল সম্রাট ও সাজান রানা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে গত শনিবার থেকে শুরু হয় ‘আমাদের গল্প আমরাই বলব, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’। সকাল ১০টায় আশুলিয়ার নরসিংহ পুরে শুরু হয় ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলার কথা রয়েছে আজ সোমবার পর্যন্ত।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা সভাকক্ষে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের আয়োজনে নাট্যকার মুনীর চৌধুরীর স্মরণে ‘মুনীর চৌধুরীর কবর নাট্যের অন্য পাঠ: স্মৃতির রাজনীতি ও রাজনৈতিক অজ্ঞান মনের বিবিধ রূপরেখা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধকার হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। আলোচক হিসেবে অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মাদ আজম ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ই ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসবের মধ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন, চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় স্থাপনা ও পারফরম্যান্স ‘১৯৭১-২০২৪: আমাকে লুকিয়ে ফেল চোখের পাতায়’, প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ‘মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’ এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় নাট্যকার ‘মুনীর চৌধুরীর স্মরণে সেমিনার’ আয়োজন করা হয়।
গত শনিবার সকাল সাড়ে ৮টায় একাডেমির পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় একাডেমির পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জুলাই অভ্যুত্থানের পর উদ্ভূত বাস্তবতায় ১৯৭১ সালের শহীদদের স্মরণে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও পার্শ্ববর্তী এলাকায় দিনব্যাপী স্থাপনা ও পারফরম্যান্স আর্টের উপস্থাপন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে 8 জন শিল্পী অংশগ্রহণের মধ্যে দিয়ে ‘১৯৭১-২০২৪: আমাকে লুকিয়ে ফেল চোখের পাতায়’ শিরোনামের এই অনুষ্ঠানে একজন একক শিল্পীর স্থাপনাসহ নিজ নিজ পারফরম্যান্স বা লীলানাট্য উপস্থাপন করেন। কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন আবু নাসের রবি। স্থাপনায় অংশগ্রহণ করেন রাজিব দত্ত ও মাশরুক আহমেদ এবং পারফরম্যান্সে অংশগ্রহণ করেন সুমনা আক্তার, পলাশ ভট্টাচার্য, আফসানা শারমিন, হেলাল সম্রাট ও সাজান রানা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে গত শনিবার থেকে শুরু হয় ‘আমাদের গল্প আমরাই বলব, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’। সকাল ১০টায় আশুলিয়ার নরসিংহ পুরে শুরু হয় ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলার কথা রয়েছে আজ সোমবার পর্যন্ত।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা সভাকক্ষে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের আয়োজনে নাট্যকার মুনীর চৌধুরীর স্মরণে ‘মুনীর চৌধুরীর কবর নাট্যের অন্য পাঠ: স্মৃতির রাজনীতি ও রাজনৈতিক অজ্ঞান মনের বিবিধ রূপরেখা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধকার হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। আলোচক হিসেবে অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মাদ আজম ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
জার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
৩ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
১৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৬ দিন আগে