Ajker Patrika

নাদারকে মোদির ‘দালাল’ বলে ভারতীয় আর্ট এক্সিবিশন থেকে সরে দাঁড়ালেন শহিদুল আলম

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২০: ৫৫
নাদারকে মোদির ‘দালাল’ বলে ভারতীয় আর্ট এক্সিবিশন থেকে সরে দাঁড়ালেন শহিদুল আলম

১৭ জুলাই কিরণ নাদার আর্ট মিউজিয়ামের উদ্যোগে ‘পোড়া নয়, ঝলসানো’ (Singed but not Burnt) শিরোনামে একটি শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে ভারতের নয়ডায়। তবে কিরণ নাদারের বিরুদ্ধে মোদি সরকারের প্রোপাগান্ডা প্রচারের অভিযোগ তুলে প্রদর্শনী থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশি আলোকচিত্র শিল্পী এবং অধিকারকর্মী শহিদুল আলম। 

আজ বৃহস্পতিবার ভারতীয় পোর্টাল ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

নিজের নাম প্রত্যাহারের প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে শহিদুল আলম বলেন, ‘একজন শিল্পী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী হিসেবে আমি সেই শিল্পীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চাই—যাঁরা মনে করেন, ভারতে সরকার-চালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো সমালোচনামূলক চিন্তার বদলে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা প্রচারের উপকরণ হয়ে উঠেছে।’ 

শহিদুল আলম আরও বলেন, ‘আমার নিজের দেশ বাংলাদেশের পরিস্থিতিও ভিন্ন নয়...দুই জায়গায়ই উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।’ 

ভারতের বর্তমান শাসকগোষ্ঠীর প্রোপাগান্ডা প্রচার করা শিল্প ইভেন্টগুলোতে মিসেস নাদারের স্পষ্ট সমর্থন রয়েছে উল্লেখ করে যাঁরা এগুলোর বৈধতা দেন তাঁদের প্রতি নিন্দাও জানান শহিদুল আলম। 

প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রত্যাহার করে নেওয়ার বিবৃতিতে দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে ‘জনশক্তি: একটি যৌথ শক্তি’ প্রদর্শনীর উপদেষ্টা হিসেবে কিরণ নাদারের জড়িত থাকার কথা উল্লেখ করেন শহিদুল আলম। এই প্রদর্শনীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও ভাষণ, ‘মন কি বাত’-এর ১০০টি পর্ব চিহ্নিত করা হয়েছিল। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করার জন্য কিরণ নাদার আর্ট মিউজিয়ামের কিউরেটরিয়াল রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স ম্যানেজার পদ থেকে সন্দীপ কে লুইসকে অপসারণের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই অপসারণের সঙ্গে নাদারের যোগসূত্র ছিল বলেও অভিযোগ শহিদুল আলমের। 

কিরণ নাদার আর্ট মিউজিয়াম শহিদুল আলমের বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য না করলেও এর সঙ্গে ভারতীয় শিল্পাঙ্গনের বেশ কয়েকজন একাত্মতা প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত