অনলাইন ডেস্ক
কানাডার অন্টারিও প্রদেশের কিংস্টোন শহরে বৈরী আবহাওয়ার মাঝেই ঈদ উল্ ফিতর উদ্যাপন করেছেন কুইনস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী ও কমিউনিটির সদস্যরা। প্রচণ্ড বৈরী আবহাওয়ার কারণে তারা ইন-ডোর অনুষ্ঠানের আয়োজন করেন।
ঈদের রাতে এই মিলনমেলায় পরিবারের সকল সদস্য মিলিত হন ও সৌহার্দ্য বিনিময় করেন। দেশীয় সংস্কৃতি ও ভাব বিনিময়ে শিশু, কিশোর, যুব-প্রবীণদের কলরবে এই অনুষ্ঠানটি যেন একটি ‘মিনি বাংলাদেশ’ হয়ে ওঠে। দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে আনন্দ অনুষ্ঠান শেষ হয়।
গত ৩০ মার্চ সেখানকার আবহাওয়া সম্পর্কে প্রবাসীরা জানান, কলোরাডো সৃষ্ট নিম্নচাপ প্রবাহিত হওয়ার কারণে, দক্ষিণ-পূর্ব অন্টারিওব্যাপী তুষারপাত, ফ্রিজিং রেইন ও পাশাপাশি ২৫ মিলিমিটার পর্যন্ত ভূপৃষ্ঠে বরফের স্তর জমতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছিল। ফলে, এ অঞ্চলে সারা রাতব্যাপী ফ্রিজিং রেইনের প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগ বরফাচ্ছাদিত ছিল।
এ কারণে রাত থেকেই কিংস্টোন শহরে যানচলাচল ব্যাহত ও সীমিত হয়ে পড়ে। পথ সঞ্চালন হয়ে উঠে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ। শহরে বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ছিল বিচ্ছিন্ন। রাস্তায় কোথাও কোথাও যান চলাচল ছিল সীমিত।
সেখানে অবস্থানরত শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যরা আরও জানান, ইসলামিক সেন্টার ও ইউনিভার্সিটির জিম সেন্টারে একাধিক ঈদের জামাতের সুবিধা থাকায়, বিলম্বিত জামাতে মুসল্লিদের সমাগম ছিল অপেক্ষাকৃত বেশি। ইসলামিক সেন্টারে তিনটি জামাত অনুষ্ঠিত হয়, মূল খতিব ছিলেন মো. আবু বকর। ইউনিভার্সিটি জিম সেন্টারে জামাতের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েট চ্যাপলিন ও ইমাম মো. আবদুল্লাহ এল-আসমার। উভয় ক্ষেত্রে শতাধিক বাংলাদেশি সদস্য অংশগ্রহণ করেন এবং কমিউনিটিভিত্তিক চ্যারিটিতে যোগ দেন।
তারা আরও বলেন, ওই দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকায় বাংলাদেশি কমিউনিটি সদস্যবৃন্দ নিজ নিজ নিবাসে স্বল্প পরিসরে ঈদ মিলন সভা ও মিষ্টান্ন পরিবেশন করেন। তবে, সন্ধ্যার দিকে বাংলাদেশি কমিউনিটিভিত্তিক মিলনমেলার আয়োজন করা হয় এমহারস্তভিউ কমিউনিটি সেন্টারে।
কানাডার অন্টারিও প্রদেশের কিংস্টোন শহরে বৈরী আবহাওয়ার মাঝেই ঈদ উল্ ফিতর উদ্যাপন করেছেন কুইনস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী ও কমিউনিটির সদস্যরা। প্রচণ্ড বৈরী আবহাওয়ার কারণে তারা ইন-ডোর অনুষ্ঠানের আয়োজন করেন।
ঈদের রাতে এই মিলনমেলায় পরিবারের সকল সদস্য মিলিত হন ও সৌহার্দ্য বিনিময় করেন। দেশীয় সংস্কৃতি ও ভাব বিনিময়ে শিশু, কিশোর, যুব-প্রবীণদের কলরবে এই অনুষ্ঠানটি যেন একটি ‘মিনি বাংলাদেশ’ হয়ে ওঠে। দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে আনন্দ অনুষ্ঠান শেষ হয়।
গত ৩০ মার্চ সেখানকার আবহাওয়া সম্পর্কে প্রবাসীরা জানান, কলোরাডো সৃষ্ট নিম্নচাপ প্রবাহিত হওয়ার কারণে, দক্ষিণ-পূর্ব অন্টারিওব্যাপী তুষারপাত, ফ্রিজিং রেইন ও পাশাপাশি ২৫ মিলিমিটার পর্যন্ত ভূপৃষ্ঠে বরফের স্তর জমতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছিল। ফলে, এ অঞ্চলে সারা রাতব্যাপী ফ্রিজিং রেইনের প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগ বরফাচ্ছাদিত ছিল।
এ কারণে রাত থেকেই কিংস্টোন শহরে যানচলাচল ব্যাহত ও সীমিত হয়ে পড়ে। পথ সঞ্চালন হয়ে উঠে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ। শহরে বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ছিল বিচ্ছিন্ন। রাস্তায় কোথাও কোথাও যান চলাচল ছিল সীমিত।
সেখানে অবস্থানরত শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যরা আরও জানান, ইসলামিক সেন্টার ও ইউনিভার্সিটির জিম সেন্টারে একাধিক ঈদের জামাতের সুবিধা থাকায়, বিলম্বিত জামাতে মুসল্লিদের সমাগম ছিল অপেক্ষাকৃত বেশি। ইসলামিক সেন্টারে তিনটি জামাত অনুষ্ঠিত হয়, মূল খতিব ছিলেন মো. আবু বকর। ইউনিভার্সিটি জিম সেন্টারে জামাতের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েট চ্যাপলিন ও ইমাম মো. আবদুল্লাহ এল-আসমার। উভয় ক্ষেত্রে শতাধিক বাংলাদেশি সদস্য অংশগ্রহণ করেন এবং কমিউনিটিভিত্তিক চ্যারিটিতে যোগ দেন।
তারা আরও বলেন, ওই দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকায় বাংলাদেশি কমিউনিটি সদস্যবৃন্দ নিজ নিজ নিবাসে স্বল্প পরিসরে ঈদ মিলন সভা ও মিষ্টান্ন পরিবেশন করেন। তবে, সন্ধ্যার দিকে বাংলাদেশি কমিউনিটিভিত্তিক মিলনমেলার আয়োজন করা হয় এমহারস্তভিউ কমিউনিটি সেন্টারে।
আজ বিশ্ব নৃত্য দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহযোগী সংস্থা আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই ১৯৮২ সালে ২৯ এপ্রিলকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেন। মূলত নৃত্যশিল্পের বিকাশ ও বিশ্বব্যাপী নৃত্যপ্রেমীদের একত্রিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২৯ এপ্রিল আধুনিক
২ ঘণ্টা আগেদুপুরের খাবারের বিরতির পর তাঁরা আবার কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে সিপির চীনা ও আইরিশ শ্রমিকেরা এক দিনে ১০ মাইল ৫৬ ফুট (১৬.১১১ কিলোমিটার) রেলপথ বসানোর অনন্য রেকর্ড গড়েন।
১ দিন আগেআলীর এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। কেউ কেউ আলীর অবস্থানের প্রশংসা করেন, আবার কেউ কেউ তাঁকে আখ্যায়িত করেন বিশ্বাসঘাতক। তাঁকে বক্সিং রিংয়ে নিষিদ্ধ করা হয়, কেড়ে নেওয়া হয় অর্জিত শিরোপা। এমনকি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে ফেডারেল সরকারের বিচার বিভাগ।
১ দিন আগেপ্রাচীনকালে মানুষের জ্ঞান, সংস্কৃতি ও অনুভূতির বিনিময়ের একমাত্র মাধ্যমই ছিল গল্প বলা। বর্ণ বা হরফ উদ্ভাবনের আগে মুখে মুখে গল্প বলার মধ্য দিয়ে যেভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস প্রবাহিত হয়েছিল, টেল অ্যা স্টোরি ডে সেটিকেই স্মরণ করিয়ে দেয়।
২ দিন আগে