ফিচার ডেস্ক
১৯৮৮ সালে যখন তিনি আল্পসে ফিরে যান এবং আইগার পর্বতের নর্থ ফেসে আরোহণ করেন, তখন তিনি ছয় মাসের গর্ভবতী। এই অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজে থাকায় ভীষণ সমালোচিত
হন তিনি। এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না।’ এই নারীর নাম আলিসন হারগ্রিভস।
মাত্র ৯ বছর বয়সে বেন নেভিস পর্বতে এবং ১৩ বছর বয়সে রক ক্লাইম্বিং শুরু করেছিলেন তিনি।
আলিসন হারগ্রিভস যেকোনো এক সময় পর্বতে আরোহণে ইতিহাস গড়বেন, সেটা একরকম অবধারিত ছিল। করেছেনও তাই। ১৯৯৫ সালের ১৩ মে তিনি প্রথম নারী হিসেবে অক্সিজেন ও শেরপার সাহায্য ছাড়া নর্থ কোল-নর্থইস্ট রিজ রুট দিয়ে এভারেস্টে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। সেই অভিযানে অ্যাডভান্সড বেস ক্যাম্পের ওপরে তিনি অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ফিক্সড রোপ ব্যবহার করেননি। পর্বতের উচ্চ স্থানে অবস্থিত সেকেন্ড স্টেপে থাকা মই ব্যবহার করেন।
১৯৯৫ সালের গ্রীষ্মে আলিসন পাকিস্তানে যান কোনো ধরনের সহায়তা বা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে২ পর্বতে আরোহণ করার জন্য। ১৩ আগস্ট বিকেলে অনেক দেরিতে শৃঙ্গে পৌঁছান তিনি। নিচে নামার সময় প্রবল ঝড় তাঁর দলকে কাবু করে। আলিসন সেই প্রবল ঝড়ে পর্বত থেকে ছিটকে পড়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।
সূত্র: এক্সপ্লোরার্স ওয়েভ
১৯৮৮ সালে যখন তিনি আল্পসে ফিরে যান এবং আইগার পর্বতের নর্থ ফেসে আরোহণ করেন, তখন তিনি ছয় মাসের গর্ভবতী। এই অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজে থাকায় ভীষণ সমালোচিত
হন তিনি। এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না।’ এই নারীর নাম আলিসন হারগ্রিভস।
মাত্র ৯ বছর বয়সে বেন নেভিস পর্বতে এবং ১৩ বছর বয়সে রক ক্লাইম্বিং শুরু করেছিলেন তিনি।
আলিসন হারগ্রিভস যেকোনো এক সময় পর্বতে আরোহণে ইতিহাস গড়বেন, সেটা একরকম অবধারিত ছিল। করেছেনও তাই। ১৯৯৫ সালের ১৩ মে তিনি প্রথম নারী হিসেবে অক্সিজেন ও শেরপার সাহায্য ছাড়া নর্থ কোল-নর্থইস্ট রিজ রুট দিয়ে এভারেস্টে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। সেই অভিযানে অ্যাডভান্সড বেস ক্যাম্পের ওপরে তিনি অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ফিক্সড রোপ ব্যবহার করেননি। পর্বতের উচ্চ স্থানে অবস্থিত সেকেন্ড স্টেপে থাকা মই ব্যবহার করেন।
১৯৯৫ সালের গ্রীষ্মে আলিসন পাকিস্তানে যান কোনো ধরনের সহায়তা বা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে২ পর্বতে আরোহণ করার জন্য। ১৩ আগস্ট বিকেলে অনেক দেরিতে শৃঙ্গে পৌঁছান তিনি। নিচে নামার সময় প্রবল ঝড় তাঁর দলকে কাবু করে। আলিসন সেই প্রবল ঝড়ে পর্বত থেকে ছিটকে পড়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।
সূত্র: এক্সপ্লোরার্স ওয়েভ
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৫ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৫ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৫ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৫ দিন আগে