Ajker Patrika

আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৯৮৮ সালে যখন তিনি আল্পসে ফিরে যান এবং আইগার পর্বতের নর্থ ফেসে আরোহণ করেন, তখন তিনি ছয় মাসের গর্ভবতী। এই অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজে থাকায় ভীষণ সমালোচিত

হন তিনি। এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না।’ এই নারীর নাম আলিসন হারগ্রিভস।

মাত্র ৯ বছর বয়সে বেন নেভিস পর্বতে এবং ১৩ বছর বয়সে রক ক্লাইম্বিং শুরু করেছিলেন তিনি।

আলিসন হারগ্রিভস যেকোনো এক সময় পর্বতে আরোহণে ইতিহাস গড়বেন, সেটা একরকম অবধারিত ছিল। করেছেনও তাই। ১৯৯৫ সালের ১৩ মে তিনি প্রথম নারী হিসেবে অক্সিজেন ও শেরপার সাহায্য ছাড়া নর্থ কোল-নর্থইস্ট রিজ রুট দিয়ে এভারেস্টে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। সেই অভিযানে অ্যাডভান্সড বেস ক্যাম্পের ওপরে তিনি অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ফিক্সড রোপ ব্যবহার করেননি। পর্বতের উচ্চ স্থানে অবস্থিত সেকেন্ড স্টেপে থাকা মই ব্যবহার করেন।

১৯৯৫ সালের গ্রীষ্মে আলিসন পাকিস্তানে যান কোনো ধরনের সহায়তা বা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে২ পর্বতে আরোহণ করার জন্য। ১৩ আগস্ট বিকেলে অনেক দেরিতে শৃঙ্গে পৌঁছান তিনি। নিচে নামার সময় প্রবল ঝড় তাঁর দলকে কাবু করে। আলিসন সেই প্রবল ঝড়ে পর্বত থেকে ছিটকে পড়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।

সূত্র: এক্সপ্লোরার্স ওয়েভ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত