Ajker Patrika

জীবনের গল্প বললেন তাঁরা

আনিসুল হক জুয়েল, দিনাজপুর
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫: ৫২
জীবনের গল্প বললেন তাঁরা

দুই সন্তানের মা রশিদা আক্তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু বড় ছেলে দেখে ফেলায় সে যাত্রা বেঁচে যান তিনি। এটি রশিদার জীবনের গল্পের একেবারে শেষের অংশ। এর আগের যে গল্প তা শুনতে শুনতে অশ্রুসজল হয়ে ওঠেন মিলনায়তনভর্তি মানুষ। অশ্রুভরা চোখে বাষ্পরুদ্ধ কণ্ঠে রশিদা যখন নিজের জীবনে ঘটে যাওয়া গল্প শোনাচ্ছিলেন, তখন বিবর্ণ হেমন্ত কিছুটা ধূসর রং ছড়িয়ে দিয়েছে দিগন্তে।

দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের দিনমজুর পিতার সন্তান রশিদা আক্তার। নিজেদের ভিটে না থাকায় সরকারি খাস জমিতে একটি কুঁড়েঘরে কোনোমতে দিনযাপন করতেন পুরো পরিবার। বাবার আর্থিক সামর্থ্য না থাকায় লেখাপড়া হয়নি তাঁর। লুকিয়ে বাড়ির পাশের ব্র্যাক স্কুলে ক্লাস করতে গিয়ে ধরা পড়ে বন্ধ হয়ে যায় পড়াশোনা। বয়স যখন বারো। কিছু রোজগারের আশায় মা তাঁকে ঢাকায় রেখে আসেন অন্যের বাড়িতে কাজ করার জন্য। দু্ছ ইরের মাথায় বাড়ি ফিরে আসেন রশিদা। নিজ বাড়িতে ফিরতে পেরে খুশি হলেও, তিনি জানতেই পারেননি কী বিপদ তাঁর জন্য অপেক্ষা করছে সেখানে! বাড়িতে এনেই তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয়।

রশিদা জানান, সব কাজ জানার পরও শুধু তরকারি রান্না করতে না পারায় শাশুড়ি তাঁকে তরকারি ছাড়া শুধু ভাত খেতে দিতেন। প্রচণ্ড পরিশ্রমের পর লবণ আর তেল দিয়েই দুপুরের খাবার খেতে হতো তাঁকে। বিয়ের দুই বছরের মাথায় গর্ভবতী হয়ে পড়লে নির্যাতনের মাত্রা যেন আরও বেড়ে যায়। সে সময় রশিদাকে আধপেটা থেকে বড় বড় হাঁড়িতে গরুর খাবার রান্না করতে হতো। করতে হতো বাড়ির সব কাজ। এ অবস্থাতেই পানির ডেকচি নিয়ে বারান্দায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও মেলেনি কোনো চিকিৎসা। সঙ্গে স্বামীর শারীরিক নির্যাতনও সহ্য করতে হতো মুখ বুজে।

২২ নভেম্বর, মঙ্গলবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর মিলনায়তনে রশিদার মতো প্রায় অর্ধশত কিশোরী মা তাঁদের জীবনের ঘটনাবলি তুলে ধরতে একত্র হয়েছিলেন। সে অনুষ্ঠানের নাম ছিল ‘স্টোরি টেলিং অ্যান্ড ফটো ন্যারেটিভ সেশন’। জীবনের গল্প বলা ও জীবন ছবির বর্ণনার সে অনুষ্ঠানে বিবাহিত কিশোরীদের গল্প শুনেছেন তাঁদের স্বামী, শ্বশুর-শাশুড়ি, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে এ প্রকল্পটিতে বিভিন্নভাবে সহায়তা করেছে টেরেডেস হোমস, ব্র্যাক জেমসপি, গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

রশিদা আক্তারের মতো সদর উপজেলার ফাজিলপুরের মেয়ে সোনিয়া খাতুন। অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় তাঁর। কিছুদিনের মধ্যে সোনিয়া জানতে পারেন তাঁর স্বামী ও শ্বশুর মাদকাসক্ত। ফলে প্রতি রাতে তাঁকে স্বামীর শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও সহ্য করতে হয়। একপর্যায়ে সোনিয়ার বাবা তাঁকে নিজের কাছে নিয়ে আসতে বাধ্য হন। বর্তমানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সোনিয়া পড়াশোনা করে নার্স হতে চান।

এ অনুষ্ঠানে জীবনের গল্প বলতে আসা নুর আক্তার, আরফিনা, রিমু, সুবর্ণা, রাইসারা জানান, তাঁরা পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করে জীবনে পরিবর্তনের স্বপ্ন দেখছেন। তাঁদের সঙ্গে আসা স্বামী, শ্বশুর ও শাশুড়িরাও জানান, সচেতনতা, অশিক্ষা আর অজ্ঞতার কারণে তাঁরা অতীতে যে আচরণ করেছেন, তা কাম্য নয়। নিজেদের পরিবর্তনের পাশাপাশি এ ধরনের অন্যায় দেখলে তাঁরা প্রতিরোধের চেষ্টা করছেন এখন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...