ডেস্ক রিপোর্ট, ঢাকা
সত্তরের দশকে ভারতের কেরালার একটি পরিবেশবাদী আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। লড়াকু মনোভাবের মানুষের কাছে হার মানতে হয়েছিল প্রশাসনকে। আন্দোলনটি কেরালার ৮ বর্গকিলোমিটারের বেশি বনাঞ্চলে একটি জলবিদ্যুৎকেন্দ্রের প্রকল্প ঘিরে সংঘটিত হয়েছিল। সবশেষে সেটি বাতিল করা হয়েছিল ৮০ বছরের এক বৃদ্ধার অনড় অবস্থানের জন্য। তাঁর নাম জানকী অম্মল। তিনি ভারতের প্রথম নারী উদ্ভিদবিজ্ঞানী হিসেবে পরিচিত।
সাইলেন্ট ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে জানকীদের আন্দোলন অন্য মাত্রা পেয়েছিল। ক্রমাগত স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ১৯৮৪ সালের ১৫ নভেম্বর সেই প্রকল্প বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছিল কেরালা সরকার; তবে তা দেখে যেতে পারেননি জানকী। প্রকল্প বাতিল ঘোষণা করার ৯ মাস আগে ৮৭ বছর বয়সে প্রয়াত হন তিনি।
বিজ্ঞানের জগতে যুগে যুগে পুরুষের পাশাপাশি কান্ডারি হয়েছেন নারীরাও। তবে বর্ণ, গোত্র আর লৈঙ্গিকভিত্তিক সমাজের দাপটে তাঁদের অনেকে থেকে গেছেন অবহেলায়, অনাদরে। উনিশ শতকে এই সাহস দেখিয়েছিলেন জানকী অম্মল। সে সময় তিনি হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম প্রধান বিজ্ঞানী। কোয়ম্বত্তুরে ইম্পেরিয়াল সুগারকেন ইনস্টিটিউট তখন জানকীর পারদর্শিতায় ভরসা রেখে নতুন এক জাতের আখ উৎপন্ন করতে সমর্থ হয়েছিল। জানকীর গবেষণার জেরেই সেই দেশের আবহাওয়ায় ক্রসব্রিডের আখ উৎপন্ন করা গিয়েছিল, যাতে শর্করার মাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল।
১৯৪৬ সালে নরফোকের ইনস্টিটিউট ছেড়ে লন্ডনের রয়্যাল হর্টিকালচারাল সোসাইটিতে যোগ দেওয়া প্রথম বেতনভোগী নারী সদস্য জানকী। তিনি বিভিন্ন প্রজাতির গাছগাছালির মধ্যে নিষেক করিয়ে নতুন হাইব্রিড প্রজাতি তৈরি করেছিলেন। জানকীই প্রথম ভারতীয় নারী, যিনি উদ্ভিদবিজ্ঞানের ওপর পিএইচডি করেন।
কেরালা রাজ্যের তেলিচেরি শহরে জন্ম ইডাবলেট কাক্কট জানকী অম্মলের। তাঁর বাবা এ কে কৃষ্ণান পেশাগত জীবনে একজন পাখিবিশারদ ও সাবজজ ছিলেন। কেরালায় একটি খ্রিষ্টান মিশনারি স্কুলে লেখাপড়া শেষ করে কুইন মেরি কলেজে ভর্তি হয়েছিলেন জানকী। তারপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞানে লেখাপড়া করেন। তার দুই বছর পর স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ১৯২৪ সালে লেভি বারবার স্কলারশিপ নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে। ১৯৩১ সালে তিনি প্রাচ্যের প্রথম বারবার ফেলো হিসেবে পুনরায় মিশিগানে যান এবং তাঁর ডক্টর অব সায়েন্স সম্পন্ন করেন।
জানকী অম্মল কেরালার থলসেরিতে জন্মগ্রহণ করেছিলেন ১৮৯৭ সালের ৪ নভেম্বর। ১৯৮৪ সালের ৭ ফেব্রুয়ারি ৮৭ বছর বয়সে প্রয়াত হন ইডাবলেট কাক্কট জানকী অম্মল।
সত্তরের দশকে ভারতের কেরালার একটি পরিবেশবাদী আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। লড়াকু মনোভাবের মানুষের কাছে হার মানতে হয়েছিল প্রশাসনকে। আন্দোলনটি কেরালার ৮ বর্গকিলোমিটারের বেশি বনাঞ্চলে একটি জলবিদ্যুৎকেন্দ্রের প্রকল্প ঘিরে সংঘটিত হয়েছিল। সবশেষে সেটি বাতিল করা হয়েছিল ৮০ বছরের এক বৃদ্ধার অনড় অবস্থানের জন্য। তাঁর নাম জানকী অম্মল। তিনি ভারতের প্রথম নারী উদ্ভিদবিজ্ঞানী হিসেবে পরিচিত।
সাইলেন্ট ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে জানকীদের আন্দোলন অন্য মাত্রা পেয়েছিল। ক্রমাগত স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ১৯৮৪ সালের ১৫ নভেম্বর সেই প্রকল্প বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছিল কেরালা সরকার; তবে তা দেখে যেতে পারেননি জানকী। প্রকল্প বাতিল ঘোষণা করার ৯ মাস আগে ৮৭ বছর বয়সে প্রয়াত হন তিনি।
বিজ্ঞানের জগতে যুগে যুগে পুরুষের পাশাপাশি কান্ডারি হয়েছেন নারীরাও। তবে বর্ণ, গোত্র আর লৈঙ্গিকভিত্তিক সমাজের দাপটে তাঁদের অনেকে থেকে গেছেন অবহেলায়, অনাদরে। উনিশ শতকে এই সাহস দেখিয়েছিলেন জানকী অম্মল। সে সময় তিনি হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম প্রধান বিজ্ঞানী। কোয়ম্বত্তুরে ইম্পেরিয়াল সুগারকেন ইনস্টিটিউট তখন জানকীর পারদর্শিতায় ভরসা রেখে নতুন এক জাতের আখ উৎপন্ন করতে সমর্থ হয়েছিল। জানকীর গবেষণার জেরেই সেই দেশের আবহাওয়ায় ক্রসব্রিডের আখ উৎপন্ন করা গিয়েছিল, যাতে শর্করার মাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল।
১৯৪৬ সালে নরফোকের ইনস্টিটিউট ছেড়ে লন্ডনের রয়্যাল হর্টিকালচারাল সোসাইটিতে যোগ দেওয়া প্রথম বেতনভোগী নারী সদস্য জানকী। তিনি বিভিন্ন প্রজাতির গাছগাছালির মধ্যে নিষেক করিয়ে নতুন হাইব্রিড প্রজাতি তৈরি করেছিলেন। জানকীই প্রথম ভারতীয় নারী, যিনি উদ্ভিদবিজ্ঞানের ওপর পিএইচডি করেন।
কেরালা রাজ্যের তেলিচেরি শহরে জন্ম ইডাবলেট কাক্কট জানকী অম্মলের। তাঁর বাবা এ কে কৃষ্ণান পেশাগত জীবনে একজন পাখিবিশারদ ও সাবজজ ছিলেন। কেরালায় একটি খ্রিষ্টান মিশনারি স্কুলে লেখাপড়া শেষ করে কুইন মেরি কলেজে ভর্তি হয়েছিলেন জানকী। তারপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞানে লেখাপড়া করেন। তার দুই বছর পর স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ১৯২৪ সালে লেভি বারবার স্কলারশিপ নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে। ১৯৩১ সালে তিনি প্রাচ্যের প্রথম বারবার ফেলো হিসেবে পুনরায় মিশিগানে যান এবং তাঁর ডক্টর অব সায়েন্স সম্পন্ন করেন।
জানকী অম্মল কেরালার থলসেরিতে জন্মগ্রহণ করেছিলেন ১৮৯৭ সালের ৪ নভেম্বর। ১৯৮৪ সালের ৭ ফেব্রুয়ারি ৮৭ বছর বয়সে প্রয়াত হন ইডাবলেট কাক্কট জানকী অম্মল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইনে পড়ার সময়ের কথা। অনেকটা শখের বশে শুরু করেন শরদিন্দু নামে একটি শপ। বিক্রি করেছেন হাতে আঁকা টি-শার্ট। ক্রেতা ছিলেন তাঁরই পরিচিত লোকজন। এরই মধ্যে চারুকলায় পড়াশোনা শেষ হলে লন্ডনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসে স্নাতকোত্তর করতে পাড়ি জমান। তত দিনে
৯ ঘণ্টা আগেকথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় তাঁর নেতৃত্বে। জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে।
৯ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে ১২ মে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। তবে যুক্তরাষ্ট্র ৬ মে থেকে ১২ মে পর্যন্ত পালন করে জাতীয় নার্স সপ্তাহ। সপ্তাহ কিংবা দিবস—যা-ই হোক না কেন, এর মূল লক্ষ্য হলো নার্সদের কঠোর পরিশ্রম, মানবিকতা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি দেওয়া। এই সময় দেশগুলো নার্সিং পেশাজীবীদের সম্মা
৯ ঘণ্টা আগেফ্রান্সের একটি বিদ্যুৎ কোম্পানির একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন ডমিনিক পেলিকট। তিনি ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গিসেল নামের এক নারীর সঙ্গে। ৫০ বছরের সংসারজীবনে তাঁরা তিনটি সন্তানের জনক-জননী হন। সন্তান এবং নাতি-নাতনিদের নিয়ে যদিও ছবির মতো নিখুঁত একটি পারিবারিক জীবন ছিল তাঁদের।
৯ ঘণ্টা আগে