Ajker Patrika

নোবেল পুরস্কারজয়ী চতুর্থ নারী রিটা

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নার্ভ গ্রোথ ফ্যাক্টর মানবদেহের কোষের বৃদ্ধি পরিচালনা এবং স্নায়ু নেটওয়ার্ক তৈরি করে।

এটি আবিষ্কারের পেছনে অবদান রেখেছিলেন রিটা লেভি-মন্টালসিনি। তিনি ক্যানসার ও আলঝেইমার রোগের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৯৪০ সালে জার্মানি যখন বেলজিয়াম আক্রমণ করে, সেই সময় রিটা বেলজিয়ামের একটি বিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তিনি ১৯৪৩ সাল পর্যন্ত তাঁর গবেষণা চালিয়ে যেতে পেরেছিলেন সেখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্লোরেন্সে থাকাকালে একটি শরণার্থীশিবিরে চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন রিটা। ১৯৮৬ সালে রিটা ও কোহেন যৌথভাবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান। রিটা লেভি-মন্টালসিনি ছিলেন নোবেল পুরস্কারজয়ী চতুর্থ নারী।

২০০২ সালে রিটা লেভি-মন্টালসিনি রোমে ইউরোপীয় মস্তিষ্ক গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে ইতালি রিটাকে আজীবনের জন্য সিনেটর হিসেবে মনোনীত করে। ২০০৬ সালে ৯৭ বছর বয়সে তিনি রোমানো প্রোডির সরকার-সমর্থিত একটি বাজেটের ওপর ইতালির সংসদে নির্ণায়ক ভোট দেন। শর্ত দিয়েছিলেন, সরকার বিজ্ঞান তহবিল হ্রাসের শেষ মুহূর্তের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তিনি তাঁর সমর্থন প্রত্যাহার করবেন। বিরোধী নেতা ফ্রান্সেস্কো স্টোরেস নানাভাবে রিটার বিরোধিতা করলেও সরকারের তরফ থেকে তহবিল ফিরিয়ে দেওয়া হয় এবং বাজেট পাস হয়।

রিটা লেভি-মন্টালসিনি ১৯০৯ সালের ২২ এপ্রিল ইতালির তুরিনে জন্মেছিলেন। তিনি ২০১২ সালের ৩০ ডিসেম্বর ১০৩ বছর বয়সে রোমে নিজ বাড়িতে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...