ডেস্ক রিপোর্ট
মাত্র আট বছর বয়সে কুসি-কাঁটার কাজ শিখেছিলেন আলেসান্দ্রা হেইডেন। শখের বশে সে কাজ শিখলেও ছোটবেলা থেকে তৈরি করেছেন অনেক ফরমায়েশি পণ্য। এবার সে কাজ করেই বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সম্প্রতি টানা ৩৪ ঘণ্টা ৭ মিনিট ধরে কুসি-কাঁটার কাজ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম উঠিয়েছেন আলেসান্দ্রা।
আলেসান্দ্রা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ছোটবেলায় মাকে হারানোর পর দাদির কাছে মানুষ হয়েছেন তিনি। তাঁর দাদি নিজেও এ কাজ পছন্দ করতেন। দাদি ভালোভাবে চলাফেরা করতে পারতেন না বলে কুসির কাজ শিখিয়ে ছোট আলেসান্দ্রাকে ব্যস্ত রাখতে চেয়েছিলেন।
হেইডেন বলেন, ‘আমি একজন বিশ্ব রেকর্ডধারী হতে চেয়েছিলাম। এমন কিছু করতে চেয়েছিলাম, যা আমার কাছে অর্থবহ হবে। আর এই দুইয়ের সঠিক সমন্বয় হলো এটাই। আমি কুসি-কাঁটার অন্য রেকর্ডগুলো নিয়ে ভেবেছিলাম। দেখেছি সেখানে সম্ভাবনা কত। পরে দেখলাম, এটি আমার জন্য ঠিক হবে। সেভাবেই কাজে লেগে গেলাম।’
হেইডেনের এই পদক্ষেপে পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। চলতি বছরের ১৩ নভেম্বর গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ আলেসান্দ্রা হেইডেনকে কুসি-কাঁটা বুননের ম্যারাথন রেকর্ডধারী হিসেবে উল্লেখ করে।
হেইডেন যখন টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে যাচ্ছিলেন, তখন পুরো সময় পাশে বসে কাগজে কাজের হিসাব টুকে রেখেছেন তাঁর স্বামী। হেইডেন যাতে টানা কাজ করে দুর্বল না হয়ে যান, সে জন্য তাঁর মেয়ে একটু পরপর তাঁকে হালকা খাবার, পানি ও কফি খাইয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে হেইডেন বুনেছিলেন একটি শাল। রেকর্ড হয়ে যাওয়ার পর শালটি তাঁর মেয়ের স্কুলে নিলামে তোলা হয়েছিল। হেইডেনের মেয়ের এক বন্ধু দুই হাজার মার্কিন ডলার দিয়ে শালটি কিনে নেয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া দুই লাখ টাকা। মজার ব্যাপার হচ্ছে, শালটি কিনে নিয়ে আবার হেইডেনকেই সেটি উপহার দিয়েছে তাঁর মেয়ের বন্ধু।
মাত্র আট বছর বয়সে কুসি-কাঁটার কাজ শিখেছিলেন আলেসান্দ্রা হেইডেন। শখের বশে সে কাজ শিখলেও ছোটবেলা থেকে তৈরি করেছেন অনেক ফরমায়েশি পণ্য। এবার সে কাজ করেই বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সম্প্রতি টানা ৩৪ ঘণ্টা ৭ মিনিট ধরে কুসি-কাঁটার কাজ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম উঠিয়েছেন আলেসান্দ্রা।
আলেসান্দ্রা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ছোটবেলায় মাকে হারানোর পর দাদির কাছে মানুষ হয়েছেন তিনি। তাঁর দাদি নিজেও এ কাজ পছন্দ করতেন। দাদি ভালোভাবে চলাফেরা করতে পারতেন না বলে কুসির কাজ শিখিয়ে ছোট আলেসান্দ্রাকে ব্যস্ত রাখতে চেয়েছিলেন।
হেইডেন বলেন, ‘আমি একজন বিশ্ব রেকর্ডধারী হতে চেয়েছিলাম। এমন কিছু করতে চেয়েছিলাম, যা আমার কাছে অর্থবহ হবে। আর এই দুইয়ের সঠিক সমন্বয় হলো এটাই। আমি কুসি-কাঁটার অন্য রেকর্ডগুলো নিয়ে ভেবেছিলাম। দেখেছি সেখানে সম্ভাবনা কত। পরে দেখলাম, এটি আমার জন্য ঠিক হবে। সেভাবেই কাজে লেগে গেলাম।’
হেইডেনের এই পদক্ষেপে পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। চলতি বছরের ১৩ নভেম্বর গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ আলেসান্দ্রা হেইডেনকে কুসি-কাঁটা বুননের ম্যারাথন রেকর্ডধারী হিসেবে উল্লেখ করে।
হেইডেন যখন টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে যাচ্ছিলেন, তখন পুরো সময় পাশে বসে কাগজে কাজের হিসাব টুকে রেখেছেন তাঁর স্বামী। হেইডেন যাতে টানা কাজ করে দুর্বল না হয়ে যান, সে জন্য তাঁর মেয়ে একটু পরপর তাঁকে হালকা খাবার, পানি ও কফি খাইয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে হেইডেন বুনেছিলেন একটি শাল। রেকর্ড হয়ে যাওয়ার পর শালটি তাঁর মেয়ের স্কুলে নিলামে তোলা হয়েছিল। হেইডেনের মেয়ের এক বন্ধু দুই হাজার মার্কিন ডলার দিয়ে শালটি কিনে নেয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া দুই লাখ টাকা। মজার ব্যাপার হচ্ছে, শালটি কিনে নিয়ে আবার হেইডেনকেই সেটি উপহার দিয়েছে তাঁর মেয়ের বন্ধু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইনে পড়ার সময়ের কথা। অনেকটা শখের বশে শুরু করেন শরদিন্দু নামে একটি শপ। বিক্রি করেছেন হাতে আঁকা টি-শার্ট। ক্রেতা ছিলেন তাঁরই পরিচিত লোকজন। এরই মধ্যে চারুকলায় পড়াশোনা শেষ হলে লন্ডনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসে স্নাতকোত্তর করতে পাড়ি জমান। তত দিনে
১৮ মিনিট আগেকথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় তাঁর নেতৃত্বে। জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে।
৩১ মিনিট আগেবিশ্বের বিভিন্ন দেশে ১২ মে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। তবে যুক্তরাষ্ট্র ৬ মে থেকে ১২ মে পর্যন্ত পালন করে জাতীয় নার্স সপ্তাহ। সপ্তাহ কিংবা দিবস—যা-ই হোক না কেন, এর মূল লক্ষ্য হলো নার্সদের কঠোর পরিশ্রম, মানবিকতা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি দেওয়া। এই সময় দেশগুলো নার্সিং পেশাজীবীদের সম্মা
৪৪ মিনিট আগেফ্রান্সের একটি বিদ্যুৎ কোম্পানির একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন ডমিনিক পেলিকট। তিনি ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গিসেল নামের এক নারীর সঙ্গে। ৫০ বছরের সংসারজীবনে তাঁরা তিনটি সন্তানের জনক-জননী হন। সন্তান এবং নাতি-নাতনিদের নিয়ে যদিও ছবির মতো নিখুঁত একটি পারিবারিক জীবন ছিল তাঁদের।
১ ঘণ্টা আগে