ডেস্ক রিপোর্ট
মাত্র আট বছর বয়সে কুসি-কাঁটার কাজ শিখেছিলেন আলেসান্দ্রা হেইডেন। শখের বশে সে কাজ শিখলেও ছোটবেলা থেকে তৈরি করেছেন অনেক ফরমায়েশি পণ্য। এবার সে কাজ করেই বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সম্প্রতি টানা ৩৪ ঘণ্টা ৭ মিনিট ধরে কুসি-কাঁটার কাজ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম উঠিয়েছেন আলেসান্দ্রা।
আলেসান্দ্রা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ছোটবেলায় মাকে হারানোর পর দাদির কাছে মানুষ হয়েছেন তিনি। তাঁর দাদি নিজেও এ কাজ পছন্দ করতেন। দাদি ভালোভাবে চলাফেরা করতে পারতেন না বলে কুসির কাজ শিখিয়ে ছোট আলেসান্দ্রাকে ব্যস্ত রাখতে চেয়েছিলেন।
হেইডেন বলেন, ‘আমি একজন বিশ্ব রেকর্ডধারী হতে চেয়েছিলাম। এমন কিছু করতে চেয়েছিলাম, যা আমার কাছে অর্থবহ হবে। আর এই দুইয়ের সঠিক সমন্বয় হলো এটাই। আমি কুসি-কাঁটার অন্য রেকর্ডগুলো নিয়ে ভেবেছিলাম। দেখেছি সেখানে সম্ভাবনা কত। পরে দেখলাম, এটি আমার জন্য ঠিক হবে। সেভাবেই কাজে লেগে গেলাম।’
হেইডেনের এই পদক্ষেপে পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। চলতি বছরের ১৩ নভেম্বর গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ আলেসান্দ্রা হেইডেনকে কুসি-কাঁটা বুননের ম্যারাথন রেকর্ডধারী হিসেবে উল্লেখ করে।
হেইডেন যখন টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে যাচ্ছিলেন, তখন পুরো সময় পাশে বসে কাগজে কাজের হিসাব টুকে রেখেছেন তাঁর স্বামী। হেইডেন যাতে টানা কাজ করে দুর্বল না হয়ে যান, সে জন্য তাঁর মেয়ে একটু পরপর তাঁকে হালকা খাবার, পানি ও কফি খাইয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে হেইডেন বুনেছিলেন একটি শাল। রেকর্ড হয়ে যাওয়ার পর শালটি তাঁর মেয়ের স্কুলে নিলামে তোলা হয়েছিল। হেইডেনের মেয়ের এক বন্ধু দুই হাজার মার্কিন ডলার দিয়ে শালটি কিনে নেয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া দুই লাখ টাকা। মজার ব্যাপার হচ্ছে, শালটি কিনে নিয়ে আবার হেইডেনকেই সেটি উপহার দিয়েছে তাঁর মেয়ের বন্ধু।
মাত্র আট বছর বয়সে কুসি-কাঁটার কাজ শিখেছিলেন আলেসান্দ্রা হেইডেন। শখের বশে সে কাজ শিখলেও ছোটবেলা থেকে তৈরি করেছেন অনেক ফরমায়েশি পণ্য। এবার সে কাজ করেই বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সম্প্রতি টানা ৩৪ ঘণ্টা ৭ মিনিট ধরে কুসি-কাঁটার কাজ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম উঠিয়েছেন আলেসান্দ্রা।
আলেসান্দ্রা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ছোটবেলায় মাকে হারানোর পর দাদির কাছে মানুষ হয়েছেন তিনি। তাঁর দাদি নিজেও এ কাজ পছন্দ করতেন। দাদি ভালোভাবে চলাফেরা করতে পারতেন না বলে কুসির কাজ শিখিয়ে ছোট আলেসান্দ্রাকে ব্যস্ত রাখতে চেয়েছিলেন।
হেইডেন বলেন, ‘আমি একজন বিশ্ব রেকর্ডধারী হতে চেয়েছিলাম। এমন কিছু করতে চেয়েছিলাম, যা আমার কাছে অর্থবহ হবে। আর এই দুইয়ের সঠিক সমন্বয় হলো এটাই। আমি কুসি-কাঁটার অন্য রেকর্ডগুলো নিয়ে ভেবেছিলাম। দেখেছি সেখানে সম্ভাবনা কত। পরে দেখলাম, এটি আমার জন্য ঠিক হবে। সেভাবেই কাজে লেগে গেলাম।’
হেইডেনের এই পদক্ষেপে পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। চলতি বছরের ১৩ নভেম্বর গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ আলেসান্দ্রা হেইডেনকে কুসি-কাঁটা বুননের ম্যারাথন রেকর্ডধারী হিসেবে উল্লেখ করে।
হেইডেন যখন টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে যাচ্ছিলেন, তখন পুরো সময় পাশে বসে কাগজে কাজের হিসাব টুকে রেখেছেন তাঁর স্বামী। হেইডেন যাতে টানা কাজ করে দুর্বল না হয়ে যান, সে জন্য তাঁর মেয়ে একটু পরপর তাঁকে হালকা খাবার, পানি ও কফি খাইয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে হেইডেন বুনেছিলেন একটি শাল। রেকর্ড হয়ে যাওয়ার পর শালটি তাঁর মেয়ের স্কুলে নিলামে তোলা হয়েছিল। হেইডেনের মেয়ের এক বন্ধু দুই হাজার মার্কিন ডলার দিয়ে শালটি কিনে নেয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া দুই লাখ টাকা। মজার ব্যাপার হচ্ছে, শালটি কিনে নিয়ে আবার হেইডেনকেই সেটি উপহার দিয়েছে তাঁর মেয়ের বন্ধু।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৫ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৫ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৫ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৬ দিন আগে