গাজার হাসপাতালের নিচে বাংকারগুলো ইসরায়েলেরই তৈরি: সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক
ইসরায়েল এত দিন দাবি করে আসছিল, তারা আল-শিফা হাসপাতালের নিচে ৫৫ মিটার দৈর্ঘ্যের একটি টানেলের খোঁজ পেয়েছে, যেখান থেকে হামাস তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। গতকাল সোমবার গাজার আল-শিফা হাসপাতালের নিচে পাওয়া বাংকারটি ইসরায়েলই নির্মাণ করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক।