হজের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত
হজ ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। হজের আভিধানিক অর্থ ইচ্ছা, অভিপ্রায়, কোনো গন্তব্যের দিকে যাত্রা করা, কোনো কাজ বারবার করা ইত্যাদি। ইসলামের পরিভাষায়—তাওয়াফ, সায়ি, ওকুফে আরাফাতসহ আবশ্যকীয় বিধানাবলি পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্ধারিত সময়ে পবিত্র মক্কায় গমন করাকে হজ বলা হয়।