মহামারিতে পথে নেমেছে ১০ কোটি মানুষ, কাটেনি শঙ্কা
জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলেন অনুন্নত এবং উন্নয়নশীল দেশের অনেকেই। প্রতিদিন সংগ্রাম করে টিকে থেকেছেন। কিন্তু তাঁদের টিকে থাকার সেই লড়াইটা কঠিন করে দিয়েছে করোনা মহামারি। বেকার হয়েছেন লাখো মানুষ, কাটেনি জীবন নিয়ে অনিশ্চয়তাও।