প্রেম, পরিবার ও রাজনীতি— দিয়াজের আত্মহত্যার তিন কারণ: সিআইডি
গ্র্যাজুয়েশন শেষ করার তিন মাসের মধ্যে কোনো ছেলে চাকরি না পেলে, তাকে সমাজ অপদার্থ বলে। শুধু সমাজ না, তার পরিবারও তাকে অপদার্থ ভাবে। এমনকি তার প্রেমিকাও তাকে ভুল বোঝেন। কথাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফান চৌধুরীর। মৃত্যুর ১৫ দিন আগে দিয়াজ তাঁর ফেসবুক পেজে এই স্ট্যাট