তাড়াইলে কাউন্সিলের আগে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত
কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির উপজেলা কমিটির কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাউতি ইউনিয়ন বিএনপির দুইবারের সভাপতি আবুল হাছান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর তিন ভাতিজা গুরুতর আহত হন। রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগ। তবে দলীয় নেতাদের দাবি, এটি পারিবারিক বিরোধ।