ঘাটে ঘাটে মানুষের চাপ
কাঁধে ব্যাগ নিয়ে ছুটছেন কুদ্দুস মিয়া। ঘামছেন আর হাঁপাচ্ছেন। হাত ধরে আছেন শিশুপুত্রর। সঙ্গে তাঁর স্ত্রীও ছুটছেন। গন্তব্য মুন্সিগঞ্জের মাওয়ার শিমুলিয়া ঘাট। সেখান থেকে যাবেন মাদারীপুর। তীব্র রোদ উপেক্ষা করে মাওয়া সংযোগ সড়ক থেকে কুদ্দুস মিয়া হেঁটেই যাচ্ছেন ঘাট পর্যন্ত। কারণ শিমুলিয়া ঘাটের ফটক পর্যন্ত পু