আব্বা আরও ১৫ লাখ টাকা দিতেই হবে, নাইলে মাইর্যা ফেলবে—মানবপাচারের শিকার ইতালিগামী যুবকের ফোন
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুরের টিটুল মিয়া জমি বিক্রিসহ ধার-দেনা করে ১২ লাখ টাকাসহ ছেলেকে দালালের হাতে তুলে দেন ইতালি পাঠানোর জন্য। দুই মাস ঘুরতে না ঘুরতেই তাঁর মোবাইল ফোনে কল আসে। ফোনের ওপার থেকে ছেলের আর্তনাদ-‘আব্বা আরও ১৫ লাখ টাকা দিতেই হবে, আর নাইলে আমাকে মাইর্যা ফেলবে! আব্বা কবে টাকা দিব