১৫ টাকায় ভরপেট খাবার
খাবার নিয়ে অপেক্ষায় কয়েকজন তরুণ। ঠিক দেড়টা নাগাদ সারি সারি রিকশা এসে থামতে শুরু করল। বুফে থেকে যেভাবে খাবার নেওয়া হয়, সেভাবেই লাইন ধরে ওয়ান টাইম থালায় খাবার নিতে শুরু করলেন রিকশা-অটোরিকশার চালকেরা। মুরগির মাংস, সবজি আর ডাল দিয়ে ভরপেট খেয়ে প্রত্যকে দিলেন ১৫ টাকা করে।