বর্ষবরণে পুরোনো রূপে রমনার বটমূল
সূর্যের হাসির আলোকচ্ছটা যখন বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিতে শুরু করেছে, তখন যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪২৯ এর অনুষ্ঠান। এরপরই বছর দুয়েকের ক্লান্তি আর অশনি কাটিয়ে পঁচাশি জনের শিল্পী দল গেয়ে উঠলেন ‘মন জাগো মঙ্গলালোকে’।