সাপখেলা দেখিয়ে হবিবুরের সংসার আর চলে না
৫০ বছর ধরে দুধরাজ, কালনাগিনী, গোখরাসহ বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে খেলা দেখান হবিবুর রহমান। গান সুর আর কথার ছন্দে খেলা দেখিয়ে এবং ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। ৭৫ বছর বয়সে এসে এই পেশার আয় দিয়ে তিনি সংসার চালাতে পারছেন না।