পুলিশের অস্ত্র ছিনতাই: বিএনপি নেতা আমিনুলসহ ৩ জন কারাগারে
পুলিশের পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় পল্টন থানার নাশকতার একটি মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।