সুখবর দিলেন মিথিলা
বিয়ের পর কলকাতায় গিয়ে মিথিলা প্রথম যে টালিউড সিনেমায় নাম লেখান, সেটির নাম ‘মায়া’। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজর্ষি দে। এরপর অভিনয় করেন কলকাতার আরও তিনটি সিনেমায়—রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’, অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ও শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’।