নতুন বছরের প্রত্যাশা: সমাজ হোক সর্বজনের অধিকারে শ্রদ্ধাশীল
একবিংশ শতাব্দীরও বাইশটা বছর চলে গেল। বাংলাদেশও তার জন্মের অর্ধশতাব্দী পেছনে ফেলে এসেছে। একটা বছর শেষে স্বাভাবিকভাবেই বিগত বছরগুলোতে কী অর্জন হলো আর কী বাকি রইল, তার সঙ্গে সামনের সময়ে কী আশা করতে পারি, প্রসঙ্গক্রমে সে প্রশ্নগুলো আলোচনায় উঠে আসে।