পিয়াসা-মৌসহ ৫০ জন মডেলকে দিয়ে চালানো হতো অনৈতিক কর্মকাণ্ড
রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পিয়াসা-মৌ'সহ ৫০ জন মডেলকে দিয়ে ডিজে পার্টির নামে বসানো হতো মাদকের আসর। সেই সঙ্গে এসব মডেলদের দুবাই, ইউরোপ ও আমেরিকায় নিয়ে যাওয়া হতো। রাজধানীর অভিজাত এলাকায় ও বিদেশে পার্টিতে আসা লোকজনের আপত্তিকর ছবি ও ভিডিও করে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের অর্থ।