জন্মদিনে ছবি এঁকে মামুনুর রশীদকে চঞ্চল চৌধুরীর ‘গুরুদক্ষিণা’
আজ দেশের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদের জন্মদিন। অধিবর্ষে (২৯ ফেব্রুয়ারি) জন্ম তাঁর। চার বছর পরপর আসে তাঁর জন্মদিন। তাই জন্মদিনের অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা। বহুল প্রতীক্ষিত এই জন্মদিন রাঙাতে তাই আয়োজন করা হয়েছে উৎসবের, আনন্দ মিলনমেলার। মামুনুর রশীদের হাতে গড়া নাট্যদল আরণ্যক