তিন দশকে কমেছে ২৮৫ প্রজাতির পরিযায়ী পাখি
ভোলায় পরিযায়ী পাখির সংখ্যা কমছে। ৩ দশক আগে ৩৫০ প্রজাতির পরিযায়ী পাখি আসত। বর্তমানে ৬৫ প্রজাতির পরিযায়ী পাখি ভোলায় এসেছে বলে দাবি পাখি বিশেষজ্ঞদের। চরে জনবসতি বৃদ্ধি, খাদ্য কমে যাওয়া ও বনাঞ্চল ধ্বংস হওয়ায় দিন দিন কমছে পরিযায়ী পাখির সংখ্যা।