বাড়ি আর গোডাউনে তৈরি হচ্ছে বিদেশি ব্র্যান্ডের ওষুধ ও প্রসাধনী!
অভিযানে ১ হাজার ২০০ পিচ ভারতীয় কোম্পানির ওষুধ বেটামিথাসন ভেলিরেট অ্যান্ড নিওমাইসিন স্কিন ক্রিম, ১ হাজার পিচ নিধি অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টি ভিটামিন স্কিন ক্রিম, ২৫০ পিচ নিধি নিউ ফেইস হোয়াইট পার্ল স্কিন স্নো ও ৫০০ পিচ ফাইজার ভিক্টরি টারমারিক স্কিন ব্রাইটেনিং ক্রিম উদ্ধার করা হয়।