৩২ ব্যান্ড নিয়ে ঢাকায় ৩ দিনের কনসার্ট
ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনের পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, আর্টসহ সব ধরনের বিনোদন নিয়ে ফেস্টিভ্যালটি আয়োজন করতে যাচ্ছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।