ইসরায়েলে সন্ত্রাসীদের গুলিতে এক আরব পরিবারের ৫ সদস্য নিহত
ইসরায়েলে পাঁচজনকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। ইসরায়েলের নাজারাথ শহরের আরব অধিবাসীদের ইয়াফা আন-নাসিরিয়ে এলাকায় কার গাড়ি ধোয়ার দোকানে এ ঘটনা ঘটেছে। গত কয়েক বছরের মধ্য এটি ইসরায়েলের সবচেয়ে মারাত্মক ঘটনা। ধারণা করা হচ্ছে, পক্ষ দুটি অপরাধী গ্যাং ছিল।