বুয়েটেই ভর্তি হবেন আবরার ফাইয়াজ, ভাবছেন না নিরাপত্তার ব্যাপারে
ফাইয়াজ তাঁর স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘একটা বিষয় আসলে পরিষ্কার করার দরকার, সবাই প্রথম থেকেই যে বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন যে—বুয়েটে গেলে নিরাপত্তার ব্যাপারে, এটা আসলে আমি কখনোই ভাবিনি। আবার, ভাইয়ার কথা মনে পড়বে, এ জন্য মানসিকভাবে ভেঙে পড়ব—এ রকম কিছু নিয়েও