খোঁজ মিলেছে জার্মান নারীর হারিয়ে যাওয়া সেই পোষা বিড়ালের
হাওর ভ্রমণে এসে দেড় মাস পূর্বে জার্মান নারীর হারিয়ে যাওয়া সেই পোষা বিড়ালটিকে অবশেষে পাওয়া গিয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের রায় পড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন আটক করে। পরে রাতেই বিষয়টি তাহিরপুর থানায় অবগত করে। বর্তমানে বিড়ালটিকে খাঁচায় বন্দী করে রেখেছে স্থানীয় লোকজন।