বিজিএমইএর সভাপতি হচ্ছেন ফারুক হাসান
দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে সম্মিলিত পরিষদ বিজয়ী হয়েছে। সংগঠনের ৩৫টি পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। আর বাকি ১১টি পরিচালক পদে বিজয়ী হয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্যানেল ফোরামের প্রার্থীরা।