স্থানীয় নৌযানে সহজ যোগাযোগ
শহরের আসাম বস্তি এলাকায় স্থানীয় দুই উদ্যোক্তা তৈরি করেছেন এই বোট। প্রতিষ্ঠান দুটি হচ্ছে, সুপার বোট ওয়ান ও রাজদ্বীপ মেরিন সার্ভিস। উদ্যোক্তারা বলেছেন, সব ধরনের যাত্রীর কথা মাথায় রেখে বানানো হচ্ছে এই বোটগুলো। কাপ্তাই হ্রদে এগুলো নামানো হলে পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ার পাশাপাশি বিশেষ সুবিধা পাবেন।