ছোট কাঁধে ভার সংসার
আরিয়ান; পুরো নাম আরিয়ান রহমান আলিফ। বয়স সাত বছর। পড়াশোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে। এই বয়সেই পড়াশোনার পাশাপাশি অসুস্থ মা ও নিজের খাবারের জন্য মানুষের বাড়ি কাজ করে। যখন কাজ থাকে না, তখন গ্রামের বিভিন্ন জায়গা থেকে কলার মোচা ও শাক তুলে বাগেরহাট শহরে বিক্রি করে।