চাকরি বাঁচাতে এরপর কি বাঁশ চাষ
চাকরি পাওয়া যেমন কঠিন, তার চেয়েও কঠিন চাকরি রক্ষা করা। এ অনেকটা স্বাধীনতার মতো। বিজ্ঞজনেরা বলেন, চাকরি নাকি মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয়, স্বাবলম্বী করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু চাকরিতে ঢোকার কিছু মাসের মধ্যে কেন মানুষ নিজেকে ‘চাকর’ বলে পরিচিতি দেয়?