প্রেমে ব্যর্থ হয়ে সাবেক প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেপ্তার
গত ৬ ফেব্রুয়ারি ভালোবেসেই শ্রাবন্তী আক্তারকে (২০) বিয়ে করেন মো. মাঈনুল মীর (২৩)। দুজনের পরিবার রাজি না থাকায় গোপনে ‘কোর্ট ম্যারেজ’ করেন তাঁরা। কিন্তু কে জানত, বিয়ের মাত্র ৬ দিনের মাথায় পুরোনো প্রেমিকার হাতেই জীবন দিতে হবে মাইনুলকে।