সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘সংবাদ প্রকাশ অপরাধ নয়’, ‘ফ্রি শামস’, নজরদারিমুক্ত গণমাধ্যম চাই’ ও ‘অবিলম্বে শামসুজ্জামান শামসের মুক্তি দাও’—লেখা সম্বলিত প্ল্যাকার্ড তাদের হাতে ছিল। বামধারা ছাত্র সংগঠনের মোর্চা