দেম্বেলের পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন জাভি
আনসু ফাতি হয়তো আগে থেকেই জানতেন, উসমান দেম্বেলে পিএসজিতে চলে যাচ্ছেন। নয়তো আজ সকালে লাস ভেগাসের এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করে ওভাবে ছুটে যাবেন কেন ডাগআউটে দাঁড়িয়ে থাকা ফরাসি উইঙ্গারের কাছে! কাতালান জায়ান্টদের জার্সিতে এটাই কী তবে শেষ উদ্যাপন দুজনের?