রাজ ও তাঁর সহযোগীকে মাদক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ
বনানীর যে বাসা থেকে নজরুল রাজকে আটক করা হয় সেখান থেকে সাতটি গ্ল্যানলিভেট, দু’টি গ্ল্যানফিডিচ, চারটি ফক্স গ্রোভ, একটি প্ল্যাটিনাম লেভেল, এক প্যাকেট সিসায় ব্যবহৃত চারকোল, দুই সেট সিসার সরঞ্জাম, দুধরনের সিসা তামাক ফ্লেভারযুক্ত, এক রোল সিসা সেবনের জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েল...