পত্রিকার হকার থেকে আইটি প্রশিক্ষক আলমগীর
শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা; প্রতিদিন কাক ডাকা ভোরে ছুটতে হয়েছে বাসস্ট্যান্ডে। এর পর পত্রিকা সংগ্রহ করে পাঠকের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়াই ছিল তাঁর নিত্যদিনের কাজ। আজ তিনি নিজ এলাকার বহু তরুণের ভরসাস্থল। পত্রিকার হকার থেকে শুধু অধ্যবসায়ের গুণে আইটি প্রশিক্ষকের মতো ভূমিকায় নিজেকে গড়ে নিতে পেরেছেন তিনি