‘তুমরার কাছে আমি ভিক্ষা চাই, আমারে দেশে ফিরাইয়া নেও’
তুমরার কাছে আমি ভিক্ষা চাই। আমারে দেশে ফিরাইয়া নেও। তিন বছর ধইরা আমারে আটকাইয়া রাখছে। আমারে ধরে-মারে। মালিকে মারে, মালিকের পুলা-পুইরে মারে। আমারে খানি দেয় না, একবার দিলে-আরেকবার দেয় না। ঘরের ভেতরে তালা মাইরা রাকে। দেশে ফিরাইয়া না নিলে আমারে মাইরালাইব...