দুই দশকের সংসারে মোশাররফ-জুঁই
ঢাকায় মোশাররফ করিম যখন জীবিকার সন্ধান করছিলেন, তখন কাজ জোটে শিক্ষকতার। একটি কোচিং সেন্টারে পড়ানো শুরু করেন। পাশাপাশি চলে থিয়েটারচর্চা। মোশাররফ যেখানে পড়াতেন, সেখানকার শিক্ষার্থী ছিলেন রোবেনা রেজা জুঁই। পড়তে পড়তে এবং পড়াতে পড়াতে কখন যে মন দেওয়া-নেওয়াটাও হয়ে গেল দুজনের, টের পেলেন বেশ কিছুদিন পর।