মাঠেই কৃষকের নববর্ষ—ফসলই এখানে উৎসব
নববর্ষ মানে ঢাক-ঢোল, রঙিন জামা, পান্তা-ইলিশ আর শহুরে সাজসজ্জা—এই চেনা ছবির বাইরেও আছে আরেক বৈশাখ। যেখানে আনন্দ আসে অন্যভাবে, মাঠে ঘামের ফোঁটায়। ঠিক যেমনটা দেখা গেল উত্তরের জেলা নওগাঁয়। এখানে বৈশাখ মানে ধান, আম আর সবজির মাঠে চিরচেনা সেই ব্যস্ততা। ধানের মাঠে নতুন শিষে কৃষকের ব্যস্ততা। পাশাপাশি আমবাগান