সৌদি ভিসা সেন্টার তাশির চালু হলো ঢাকায়
সৌদি কোম্পানি পিআইএফ বর্তমানে ৩৩টি দেশে তাশির নামে ভিসা সার্ভিস সেন্টার পরিচালনা করছে। সেন্টারগুলো ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমানে এই ভিসা সেন্টার পর্যটক, ব্যবসা, পারিবারিক ভ্রমণ এবং অন্যান্য বিভাগের ভিজিট ভিসার জন্য আবেদন গ্রহণ করছে। কাজের ভিসা জমা দেওয়ার প্রক্রিয়া